একবছর পর ডিএসই সূচকে রেকর্ড

0
443

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় সাড়ে ১২ মাসের মধ্যে বেশি। এর আগে ২০১৯ সালের ২৯ অগাস্ট সূচক ছিল ৫ হাজার ৯৫ দশমিক ৭৭ পয়েন্ট।

এ বাজারে বুধবার ১ হাজার ৩২৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হজার ২৪ কোটি ৫৫ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২২৬টির, আর কমেছে ১০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭০ দশমিক ৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৬ দশমিক ৮৯ পয়েন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here