এবার জিডিপি প্রবৃদ্ধি হবে ১.৬%

0
268

বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদন

  • চলতি অর্থবছরে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস
  • সরকারের প্রবৃদ্ধির লক্ষ্য ৮ দশমিক ২ শতাংশ
  • আগামী অর্থবছরে হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ
  • করোনায় অর্থনীতি পুনরুদ্ধারের গতি শ্লথ হওয়ায় এমন পূর্বাভাস

চলতি অর্থবছরে (২০২০-২১) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে মনে করছে বিশ্বব্যাংক। করোনার কারণে অর্থনীতি কর্মসংস্থান, রপ্তানি, প্রবাসী আয়সহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে, তাই এত প্রবৃদ্ধি কমার কথা বলছে এই দাতা সংস্থা। আজ বৃহস্পতিবার প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণার সময় চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করেছে সরকার। কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস এর ধারেকাছেও নেই। মূলত করোনায় অর্থনীতি পুনরুদ্ধারের গতি শ্লথ হওয়ায় এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আরও বলছে, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here