এসএমই উদ্যোক্তাদের পুরস্কৃত করলো প্রিমিয়ার ব্যাংক

বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক ২৫ জন সেরা এসএমই উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে। সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম, এফসিএমএ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমই ও কৃষি ঋণ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ২৫ টি এসএমই বান্ধব শাখার শাখা ব্যবস্থাপকসহ
শাখার এসএমই গ্রাহকগন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।


প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা তাঁর বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের এসএমই খাতে বাংলাদেশ ব্যাংকের প্রদেয় বিভিন্ন নির্ধারিত লক্ষ্য অত্যন্ত সফলতার সাথে অর্জন করায় এবং সেই সাথে বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে উদ্যোক্তাদের সম্মাননা জানানোয় প্রিমিয়ার ব্যাংককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম,
এফসিএমএ প্রিমিয়ার ব্যাংককে একটি এসএমই বান্ধব গনমানুষের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার
অঙ্গিকার পুনঃব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here