গ্লোবাল ব্রান্ডস ট্রাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন ব্যাংকার জাকির হোসেন জিতু

0
420

কাস্টমার সার্ভিস (ব্যাংকিং)-এ বিশেষ অবদানের জন‍্য এ বছর গ্লোবাল ব্রান্ডস ট্রাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কাস্টমার সার্ভিস ডিভিশনের প্রধান জাকির হোসেন জিতু।

২৭ জুলাই বৃহস্পতিবার কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁ ব্যাংকুইট হলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গ্লোবাল ব্রান্ডস ট্রাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-প্রদান করা হয়।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলিম, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সোহানা মহিউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির চেয়ারম্যান হামিদ মোহাম্মদ জসিম, কো-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম গাজী, সদস্য সচিব হাফিজ রহমান। সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার।

পুরস্কার পেয়ে ব্যাংকার জাকির হোসেন জিতু বলেন, দীর্ঘ ২২ বছর ধরে ব্যাংকিং পেশার সঙ্গে যুক্ত রয়েছি। দেশের আর্থিক খাতের শীর্ষ দি প্রিমিয়ার ব্যাংকে কাস্টমার সার্ভিসে ২৪/৭ গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। এসব বিবেচনায় তারা আমাকে এ অ‍্যাওয়ার্ড প্রদান করেন। সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) থেকে এ পুরস্কার পাওয়া অত্যন্ত সম্মানের। আর পুরস্কার পেলে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here