চুলের ছাঁটে খুশি হয়ে ৬০ হাজার রুপি

0
342

তরুণ রোহিদাস পেশায় নরসুন্দর। অন্যের দোকানে কাজ করে হাত পাকিয়েছেন। কিন্তু পুঁজি না থাকায় নিজের একটি সেলুন দাঁড় করাতে পারছিলেন না তিনি। সাহস করে একদিন চলে গেলেন মন্ত্রীর কাছে। মনের কথা খুলে বললেন তাঁকে। মন্ত্রীও তাৎক্ষণিক রোহিদাসের দক্ষতা যাচাইয়ের সিদ্ধান্ত নিলেন। চুল কাটতে বললেন তাঁকে। রোহিদাস কাজে লেগে পড়লেন। শেষে চুলের ছাঁট মন্ত্রীর এতটাই পছন্দ হলো যে সঙ্গে সঙ্গেই রোহিদাসকে ৬০ হাজার রুপি দিয়ে দিলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্দোয়া জেলার গুলাইমাল এলাকায় গত বৃহস্পতিবার। রোহিদাস ওই এলাকারই বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, গুলাইমাল এলাকায় বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দেন মধ্যপ্রদেশ রাজ্য সরকারের বনমন্ত্রী বিজয় শাহ। ওই অনুষ্ঠানেই হাজির হন রোহিদাস। তিনি মন্ত্রীকে জানান, তিনি নিজের একটি সেলুন দাঁড় করাতে চান, কিন্তু তাঁর পুঁজি নেই। এ কথা শুনে মঞ্চে উপবিষ্ট মন্ত্রী সেখানেই রোহিদাসকে নিজের চুল–দাড়ি কেটে দিতে বলেন। সঙ্গে সঙ্গেই মাস্ক পরে কাজে লেগে যান এই নরসুন্দর। মঞ্চেই মন্ত্রীর চুল–দাড়ি কেটে দেন তিনি। এরপর রোহিদাসের কাজে মন্ত্রী বিজয় শাহ এতটাই খুশি হয়ে যান যে তাৎক্ষণিক তাঁকে ৬০ হাজার রুপি দিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here