পাঞ্জেরী আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০২১ প্রদান

0
241

‘পাঞ্জেরী আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’ ২০২১ প্রদান করা হয়েছে ১৯ ডিসেম্বর দুপুর ১২টায় চ্যানেল আই ভবনে। এ বছর গল্প ও উপন্যাস শাখায় পুরস্কার পেয়েছেন ইমদাদুল হক মিলন। তিনি ‘বাবান ও টুনটুনি পাখি’ বইটির জন্য এই পুরস্কার পেয়েছেন। ছড়া ও কবিতা শাখায় পুরস্কার পেয়েছেন মাহফুজ রহমান। মুক্তিযুদ্ধ শাখায় পুরস্কার পেয়েছেন সুরমা জাহিদ ও ইমরান পরশ।

এ ছাড়া বই অলংকরণ শাখায় ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন আফজাল হোসেন এবং শ্রেষ্ঠ শিশুতোষ প্রকাশনা হিসেবে পুরস্কার পেয়েছেন ‘কথা প্রকাশ’। পাঞ্জেরী -আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ মুক্তিযুদ্ধ গবেষণায় পেয়েছেন হাবিবুর রহমান, শিশুসাহিত্যে আমীরুল ইসলাম, ছড়া কবিতায় মারুফুল ইসলাম, নাটকে রতন সিদ্দিকী এবং
ছোটগল্পে সঙ্গীতা ইমাম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ড. মো. সামাদ (প্রোভিসি, ঢাবি), কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক, প্রধান নির্বাহী কামর“ল হাসান শায়খ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস’র সভাপতি রাজু আলীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here