প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা.এইচ. বি.এম.ইকবালের সহধর্মিণীর মৃত্যতে দোয়া মাহফিল

0
381

বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবালের সহধর্মিণী ডা. মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ডিএমডি, নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিক। তিনি বলেন, ডা. মমতাজ বেগম ম্যাডামের মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি ছিলেন প্রিমিয়ার পরিবারের অভিভাবকের মতো। আমরা আজ এক উজ্জ্বল নক্ষত্র হারিয়েছি। আল্লাহ যেন ডা. মমতাজ ম্যাডামকে জান্নাতবাসী করেন এবং চেয়ারম্যান স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীগন ও শাখার কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য, গত ২৮ জুন সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মমতাজ বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here