প্রিমিয়ার ব্যাংক ও উদ্দীপনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0
360

আর্থিক সেবাবঞ্চিত তৃণমূল জনগোষ্ঠিকে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য প্রিমিয়ার ব্যাংক ও উদ্দীপন এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর।

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও উদ্দীপন এর মধ্যে আর্থিক সেবাবঞ্চিত ক্ষুদ্র,প্রান্তিক ও ভূমিহীন কৃষকসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় উৎসারী কর্মকান্ডকে বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক কর্মকান্ডকে অধিকতর গতিশীল করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্দীপনের নির্বাহী পরিচালক বিদ্যুত কুমার বসু ও প্রিমিয়ার ব্যাংকের এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জব্বার চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here