বেসরকারি খাতে ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে আরেকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

0
2274
ডা. এইচ. বি.এম. ইকবাল এডুকেশন সিটিতে বিশাল নান্দনিক "জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ ভবন ।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় ডা. ইকবাল এডুকেশন সিটিতে ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে আরেকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এই বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন ও আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয় ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা- সাবেক সংসদ সদস্য, শিক্ষানুরাগী, দানবীর এবং শিল্পোদ্যোক্তা ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবাল।
বর্তমানে এই বিশ্ববিদ্যায়ল নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৮টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৬ ধারা অনুযায়ী ২৪টি শর্ত পালন সাপেক্ষে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমতি নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here