ব্যাংকার্স ক্লাবের নৌ- ভ্রমণ আগামী শুক্রবার ২২ ডিসেম্বর

0
810

দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম রেজিষ্টার্ড সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ এর ‘ব্যাংকার্স রিভার ক্রুজ-২০২৩’ আগামী শুক্রবার ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ নৌ-ভ্রমণ ঢাকা-চাঁদপুর-ঢাকা বিলাসবহুল লঞ্চে আয়োজন করা হয়েছে।

‘ব্যাংকার্স রিভার ক্রুজ -২০২৩’ অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো. তারেক উদ্দিন জানান, এবারের শীতকালীন নৌ ভ্রমণ নান্দনিক ও উপভোগ্য করতে রয়েছে বাহারি সব আয়োজন। তারমধ্যে দেশের নামকরা সংগীতশিল্পীদের লাইভ কনসার্ট, প্রীতি খেলাধুলা, র‍্যাফেল ড্র, নদীতে সাতারসহ বিভিন্ন প্রতিযোগিতা।

রেজিষ্ট্রেশন ফি -২৫০০/- টাকা। যোগাযোগ:- 01611246644, 01730311676, 01819261261 নৌ- ভ্রমণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি নৌ- ভ্রমণ উপভোগ্য ও আনন্দময় করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here