মোহ নিয়ে মিডিয়ায় আসা মানে জীবন ধ্বংস করা

0
358

সম্প্রতি একটি নতুন নাটকের জন্য কাজ করেছেন বাংলাদেশের অভিনেতা শাহেদ শরীফ খান। শেষ করেছেন কলকাতার একটি সিনেমার কাজ। নাটকের কাজ, নতুন সিনেমাসহ নানা বিষয় নিয়ে কথা বললেন এই অভিনেতা।

কলকাতার এই কাজটি অনলাইনের জন্য করেছিলাম। ভারতের বেশ কিছু প্রদেশের শিল্পীরা এখানে কাজ করেছেন। থমকে যাওয়া দিনে আমরা স্বপ্ন দেখা থামাব না। এটাই ছিল ফিল্মটির কনসেপ্ট। প্রচারের পর অনেকেই বেশ ভালো বলেছে।

৯০–এর দশকে যখন আপনারা শুরু করেছিলেন, তখন থেকে এখন পর্যন্ত আপনার অঙ্গনে কী কী পরিবর্তন দেখছেন?

‘ড্রিম’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

সময়ের সঙ্গে সবকিছুরই পরিবর্তন হয়। ভালো–খারাপ সব সময়ই ছিল। এমন না যে, আমাদের সেই সময়ে খারাপ কাজ হয়নি। সময়টাকে কে কীভাবে নিচ্ছে, এটাই আসল কথা। এখনো ভালো কাজ হচ্ছে।

একসময় দেশের অভিনেতাদের মধ্যে মানসম্মত কাজের প্রতিযোগিতা হতো। সেটা কি এখন দেখতে পান?

প্রতিযোগিতার সেই বিষয়টি এখনো আছে। যারা ভালো কাজ করে, তারা টিকে থাকবে। এটাই স্বাভাবিক। তাদের ওপরেই মিডিয়া নির্ভর করবে।

শোনা যায়, মিডিয়া এখন হাতে গোনা কয়েকজনের ওপর নির্ভরশীল?

হাতে গোনা কয়েকজনের ওপর কীভাবে নির্ভরশীল হয়, সেটা আমি জানি না। তবে যারা ভালো করছে তাদের ওপর এমন নির্ভরশীলতা সব সময়ই ছিল।


দেশ–বিদেশের ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের টিভি নাটককে কতটা প্রতিযোগিতা করতে হবে?

বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমরা যখন ভালো কাজ দেখব, তখন আমাদের মধ্য বিশ্বমানের কাজ করার প্রতিযোগিতা তৈরি হবে। কমপিটিশন ছাড়া টিকে থাকা কঠিন। এখন নিজেদের যোগ্য প্রমাণ করতে হবে। একজন একই কাজের জন্য ১০ লাখ টাকা পাচ্ছে, অন্যজন যোগ্যতা না থাকায় ১ লাখ ৮০ হাজার টাকা পাচ্ছে। এই ব্যবধান ঘোচাতে সবার মধ্য প্রতিযোগিতা থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here