মো.শহীদ হাসান মল্লিকঃ করোনাকালের একজন সাহসী ব্যাংকার

0
1855

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সুযোগ্য ডিএমডি, বিনিয়োগ ও গ্রাহকবান্ধব ব্যাংকার মো.শহীদ হাসান মল্লিক; নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং খাতে একজন বিনিয়োগ ব্যাংকার হিসেবে দারুণ জনপ্রিয় তিনি। তাঁর সুদক্ষ নেতৃত্বে ইতোমধ্যে নারায়নগঞ্জ শাখা মুনাফার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। শুধু তাই নয়, এই শাখাটি খেলাপি ঋণের সংজ্ঞা জিরো যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে বিস্ময়কর! এই শাখাটির সেবার মান আন্তর্জাতিকমানের , আমানত সংগ্রহ এবং বিনিয়োগে সুচিত হয়েছে নতুন দিগন্ত…। অভাবনীয় সাফল্য ও রেকর্ড অর্জনের পেছনের সফল মানুষ প্রাজ্ঞ,অভিজ্ঞ ব্যাংকার মো. শহীদ হাসান মল্লিক। তারুণ্যে উজ্জীবিত ব্যাংকার মো.শহীদ হাসান মল্লিকের মধ্যে রয়েছে গভীর দেশাত্মবোধ, মাটি ও মানুষের প্রতি দরদী মন, তিনি তাঁর প্রতিষ্ঠানের দায়বদ্ধতা সম্পর্কে অত্যন্ত সচেতন বলেই তিনি প্রতিনিয়ত ভাবেন গ্রাহকদের দ্রুততম সেবার কথা। যা তাঁর সকল সহকর্মীদের মধ্যেও জাগ্রত করতে সক্ষম হয়েছেন।

প্রজ্ঞাবান, কর্মোদ্যমী এবং স্বপ্নদর্শী নিষ্ঠাবান ব্যাংকার ব্যক্তিত্ব শহীদ হাসান মল্লিক মাঠ পর্যায়ের একজন নিবেদিতপ্রাণ ব্যাংক নির্বাহী। সাদা মনের এই মানুষটির মধ্যে প্রফেশনালিজম শতভাগ। বিচক্ষণ এই নির্বাহী অত্যন্ত ধীরস্থির এবং বুদ্ধিবৃত্তিক চিন্তার অগ্রসর ব্যক্তিত্ব। তাঁর চিন্তা চেতনা ও মননশীলতা সকল কিছুই প্রিমিয়ার ব্যাংক ঘিরে। চলমান করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে স্থবির অবস্থা বিরাজ করছিল। সাধারণ ছুটি বা লকডাউনে সারাদেশ অচল থাকলেও থেমে ছিল না দেশের ব্যাংকাররা। ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জীবনের সকল মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করেছেন। শীর্ষ পর্যায়ের অনেক ব্যাংকার মৃত্যুভীতিতে কার্যালয়ে অনুপস্থিত থেকেছেন, কিন্তু মো.শহীদ হাসান মল্লিক রীতিমত অফিস করেছেন এবং এখনো তা অব্যাহত রয়েছে। করোনাকালে ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে মো. শহীদ হাসান মল্লিকের অবদান ইতিহাস হয়ে থাকবে। তাঁকে নিয়ে অর্থকথার এই বিশেষ প্রতিবেদন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here