শতভাগ বীমার টাকা পাবেন: আইনজীবি ফাহরিয়া ফেরদৌস

0
543

‘বীমা সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা কম। যারা আমাদের কাছে বীমা করানোর জন্য আসে তাদের দালাল হিসেবেই দেখি। সবাই এভাবেই ট্রিট করি। এটাই বাস্তবতা। স্বাধীনতার পর থেকে এর সুবিধা তুলে ধরতে পারিনি। গ্রামের মানুষ এ সম্পর্কে তো কিছুই জানেন না। ’

আইনজীবি ফাহরিয়া ফেরদৌস বলেন, ‘আসলে ইনস্যুরেন্স সারা পৃথিবীব্যাপী চলছে। কিন্তু আমাদের দেশে সবদিক থেকে আধুনিক হয়ে উঠলেও এখন পর্যন্ত আধুনিক হয়ে ওঠেনি বীমা, জনগণের কাছে এখনও আধুনিক সেবা হিসেবে পৌঁছায়নি। ইনস্যুরেন্স যে একটি প্রোডাক্ট এটাকে বিক্রি করার যে একটি পলিসি আছে, এখনও বীমা কোম্পানিগুলো সেই জায়গায় বিষয়টি নিয়ে যেতে পারেনি। ’

তিনি বলেন, ‘দেশের এই বীমা সম্পর্কে মানুষকে জানানোর জন্য কমিটি আছে। তাদের কাজ-কর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। যারাই বীমা করেন আইন অনুযায়ী চুক্তির মাধ্যমেই সেই টাকার বীমাটা পরিশোধ হবে। যারাই চুক্তি করেছে তারা শতভাগ বীমার টাকা পাবেন এটাই স্বাভাবিক। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here