স্টেইজ ওয়ান ঢাকা’র হাসির নাটক ‘দ্যা অড কাপল’

0
795

আগামী ৩০ জানুয়ারি ২০২১ শনিবার করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে স্টেইজ ওয়ান ঢাকা’র রম্য নাটক ‘দ্যা অড কাপল’। আমেরিকান নাট্যকার নীল সাইমন এর লিখা তুমুল জনপ্রিয় রম্য নাটক‘দ্যা অড কাপল’ প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে স্টেইজ ওয়ান ঢাকা একাদশ। নাটকটি বাংলায় রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন-ডমিনিক গোমেজ। নাটকটিতে অভিনয় করেছেন- বাপ্পাদিত্য চৌধুরী, জুবায়ের জাহিদ, অমিতাভ রাজীব, বিন্দুসুমন রোজারিও, মাহাফুজ মুন্না ও এন আই টিপু।


‘দ্যা অড কাপল’ প্রসঙ্গেঃ নীল সাইমন এর লিখা মঞ্চ নাটক ‘দ্যা অড কাপল’ ১৯৬৫ সালে ব্রডওয়েতে প্রথম মঞ্চায়ন হয়। ১৯৬৮ সালে তা চলচ্চিত্ররূপ লাভ করে এবং ১৯৭০ সালে টেলিভিশন ধারাবাহিক হিসেবে প্রচারিত হয়। সকল মাধ্যমেই নাটকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। ফিলিক্স আংগার- স্ত্রী কর্তৃক গৃহবিতাড়িত। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। খুঁতখুতে- সবার ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। জীবন তার কাছে ছকে বাঁধা হিসাবের খাতা। অন্যদিকে, অস্কারম্যাডিসন – নামকরা ক্রীড়া সাংবাদিক, সে পরিপূর্ণরূপে জীবনকে উপভোগ করতে চায়। সাপ্তাহিক তাসের আড্ডা, বন্ধুদের সঙ্গ, পানীয়,নারীসঙ্গ – সবই তার জন্য জীবনের অংশ। স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। একলা একাকি জীবনের আট কামড়ার বাসায় সে ফিলিক্সকে সাথে থাকার আমন্ত্রণ জানায়। দু’জন বিপরীত মনষ্ক বন্ধু যখন একসাথে থাকতে শুরু করে- মেনে নেয়ার এবং মানিয়ে নেয়ার দ্বন্দ্ব শুরু হয় তখন থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here