পদ্মা সেতুঃ এক অনিন্দ সুন্দর স্বপ্ন পূরণের গল্প…

সৈয়দ রানা মুস্তফী • স্বপ্নের পদ্মা সেতুর ৫.৫ কিলোমিটার দৃশ্যমান হলো! ৬ নবেম্বর সকালে ৩৬ নাম্বার স্প্যানটি ২টি পিয়ারের উপর বসানোর সঙ্গে সঙ্গেই ঘটলো এই অভাবনীয় ঘটনা। আর মাত্র ৫টি স্প্যান বসলেই সেতুর ফিজিক্যাল বা সিভিল কন্সট্রাকশন শেষ হবে, বাস্তবে রূপ নেবে ৬.১৪ কিলোমিটার দৈর্ঘের সেতু। অর্থাৎ বাকী আর আধ কিমি’র চেয়ে সামান্য একটু বেশি। অনির্বচনীয় এক আনন্দ মনে প্রাণে। আল্লাহ চাহেনতো ২০২১-এর জুন নাগাদ ফিনিশিং টাচও শেষ হয়ে যাবে।

তারপর? তারপর আর কি! এই পথ যদি না শেষ হয়…আল্লাহ হায়াতে রাখলে, সুস্থ্য থাকলে গাড়ি ছোটাবো জন্মস্থান-প্রাণের শহর যশোরের দিকে। সাকুল্যে সাড়ে ৩ ঘন্টায় পৌঁছে যাবো গন্তব্যে, এখন লাগে সময় ভেদে প্লাস মাইনাস ৭ ঘন্টা, ভাবা যায়? কি অবিশ্বাস্য ব্যাপার, সত্য কখনো কখনো গল্পের চেয়েও আশ্চর্যের, পদ্মা সেতু যেন অবিকল সেই অপরূপ উত্থানের এক অনুপম কাহিনী!প্রাণের গভীর থেকে কায়মনোবাক্য দোয়া, শ্রদ্ধা আর ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে। যাঁর একক প্রত্যয়ে আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হয়ে উঠেছে। পরম করুণাময় আল্লাহ শেখ হাসিনাকে দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য দান করুন, আমীন, সুম্মাহ্ আমীন…

© সৈয়দ রানা মুস্তফী • চেয়ারম্যান, অর্থকথা-মাদারল্যান্ড গ্রুপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here