বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবালের সহধর্মিণীর জানাজা বৃহস্পতিবার

0
335

ডা. এইচ. বি. এম. ইকবালের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক মমতাজ বেগমের মরদেহ দেশে পৌঁছাবে আগামীকাল বুধবার ২৯জুন ৷ বৃহস্পতিবার বাদ যোহর বনানী কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে৷

দেশের ব্যবসা বানিজ্য অঙ্গনের পরিচিত মুখ ডা. মমতাজ বেগম দীর্ঘদিন ক্যান্সার নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷ তাঁর বয়স হয়েছিল ৭২ বছর ৷ বিদুষী এই নারীর মৃত্যুতে দেশের বিদ্বজ্জন, প্রিমিয়ার ব্যাংক ও প্রিমিয়ার গ্রুপ এবং অর্থকথা পরিবার গভীর শোক প্রকাশ করেছেন৷ বনানী কবরস্থানে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা৷

১৯৫০ সালে জন্মগ্রহণ করেন ডা. মমতাজ বেগম ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এবং দীর্ঘদিন চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। চিকিৎসা পেশা থেকে অবসর নেয়ার পর নিজেদের পারিবারিক শিল্প-বাণিজ্য সাম্রাজ্যের সাথে যুক্ত হন। কবি কাজী নজরুল ইসলামের ভাষায় ‘এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর’। ঠিকই একইভাবে বলা যায় দেশখ্যাত শিল্প-বাণিজ্য গ্রুপ হিসেবে প্রিমিয়ার গ্রুপের এই যে ব্যপ্তি, এই যে বিস্তৃতি ও সাফল্য একজন বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবালের সহযোদ্ধা ও রানিংমেট হিসেবে ডা. মমতাজ বেগমের ভূমিকা ও অবদান অবিস্মরণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here