করোনা ভয়ংকর! কেড়ে নিলো দেশের কীর্তিমান শিল্পোদ্যোক্তাদের

সৈয়দ রানা মুস্তফী • এঁরা একেকজন ছিলেন বাংলাদেশের অর্থনীতির নায়ক! লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছেন এঁরা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোটি পরিবার নির্ভরশীল এসব কীর্তিমানের উপর। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান বিশাল। ট্রান্সকম গ্রুপ চেয়ারম্যান লতিফুর রহমান, যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, মোনেম গ্রুপ চেয়ারম্যান আবদুল মোনেম ও পারটেক্স গ্রুপ চেয়ারম্যান এম. এ. হাসেম। করোনা এমন তারকা শিল্পোদ্যোক্তাদের মুহূর্তে কেড়ে নিয়ে গেলো।

দেশ ও দেশের মানুষের জন্যে এঁদের মৃত্যু যে কি বিশাল ক্ষতি তা বর্ণনা করা সত্যিই অসম্ভব। এঁদের যে কারো পক্ষেই কয়েকটি করে করোনা হাসপাতাল বা হেলথ ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করা সম্ভব ছিল অবলিলায়। কিন্তু সময় পেলেন না।করোনা ধনী-গরীব, রাজা-প্রজা, উঁচু-নিচু কিছুই মানছে না। আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই যা আমাদের বাঁচাতে পারে। অর্থ-বিত্ত, প্রভাব-প্রতিপত্তি কিংবা ক্ষমতা কেমন অসহায় এই অদৃশ্য ভাইরাসের সামনে আমরা তা দেখছি প্রতিনিয়ত। দুঃখের বিষয়, এতসব ঘটছে, কিন্তু আমরা সংশোধিত হচ্ছি না এক চুল পরিমানও! দুর্নীতি, আত্মসাৎ, দখল, ধর্ষণ, মানুষের অধিকার হরণ, মজুতদারি, খুন, শিশু হত্যাসহ নানা ধরণের অন্যায়, অপরাধ ও অনৈতিকতায় আমরা জড়িয়ে আছি ব্যাপকভাবে।আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন, মালিক আমাদের ক্ষমা ও রক্ষা করুন এই প্রার্থনা…

© সৈয়দ রানা মুস্তফী • চেয়ারম্যান, অর্থকথা ও মাদারল্যান্ড টেলিভিশন লিমিটেড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here