শেখ হাসিনা: সর্বকালের সেরা প্রধানমন্ত্রী বিপদে বরাভয় তিনি জননী জাহ্নবী

‘নিজেদের সুরক্ষার জন্যে যেসব ডাক্তার ডিউটি ছেড়ে পালিয়ে আছেন তাদের জন্যে কোনো প্রণোদনা নয়। করোনা ও অন্য রোগে আক্রান্ত রোগীদের যে ডাক্তাররা চিকিৎসা বঞ্চিত করছেন তাদের এ পেশায় থাকার অধিকার নেই। আমরা শর্ত মেনে কাউকে কাজে ফিরিয়ে আনবো না। এমন দুর্বল মানসিকতার সরকার আমরা নই। প্রয়োজনে বাইরের দেশ থেকে ডাক্তার ও নার্স নিয়ে আসবো। দেশের যেসব ডাক্তার আজ এই বিপদের সময় এমন আচরণ করছেন তাদের লাইসেন্স নাও থাকতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আজ যারা দায়িত্ব পালন করছেন তাঁদের কেউ করোনায় আক্রান্ত হলে সম্পূর্ণ চিকিৎসার ভার সরকারের। পুরস্কার হিসেবে পদমর্যাদা অনুসারে তাঁদের ৫ থেকে ১০ লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স দেবে সরকার, আল্লাহ না করুন দায়িত্বরত কেউ ইন্তেকাল করলে বীমার অংক হবে ৫ গুণ।’মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, এমনসব অসংখ্য কারণেই এদেশের ১৮ কোটি মানুষ আপনার জন্যে পরম করুণাময়ের কাছে দু’হাত তুলে দোয়া করেনঃ আল্লাহ, আপনি শেখ হাসিনার হায়াৎ দারাজ করুন, এদেশের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনাকে আরো দীর্ঘসময় দায়িত্ব পালন মন্জুর করুন মালিক, আমীন…অতীতের একজন সরকার প্রধানও কখনো জাতীয় দুর্যোগে এমন সাহসিকতা দেখাতে পারেননি। মানুষের হৃদস্পন্দনকে কখনো কোনো নেতা নেত্রী এমন করে বাঙময় করতে সক্ষম হননি নিজের সমস্যার মতন করে। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা নির্ভার। আমরা জানি বিপদে বরাভয় হয়ে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা, শেখের বেটি, সংকটে বাংলার অতন্দ্র প্রহরী জননী জাহ্নবী…

© সৈয়দ রানা মুস্তফী | ৭ এপ্রিল ২০২০ ফেসবুক পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here